• 13 Dec, 2024

নড়াইলে আঞ্জুমান মফিদুলের শীতবস্ত্র বিতরণ

নড়াইলে আঞ্জুমান মফিদুলের শীতবস্ত্র বিতরণ

আঞ্জুমান মফিদুল ইসলাম নড়াইলের পক্ষ থেকে আজ বুধবার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আঞ্জুমান মফিদুল ইসলাম নড়াইলের পক্ষ থেকে আজ বুধবার শতাধিক অসহায়  দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বেলা ১০টায় আঞ্জুমান মফিদুলের ইসলাম কার্যালয়ে অসহায়দের মাঝে  শীতবস্ত্র প্রদান করা হয়।
নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়  দুস্থদের মাঝে  এসব  শীতবস্ত্র করেন।
আঞ্জুমান মফিদুল ইসলাম নড়াইলের সভাপতি ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রশিদ মুন্নুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেনজেলা প্রশাসক কার্যালয়ের সহকাারী কমিশনার  এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোজিসান আলী,নড়াইল সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক রিজা আক্তার,আঞ্জুমান মফিদুল ইসলাম নড়াইলের সেক্রেটারি এসএম মোসলেম উদ্দ্দিন নান্নু,কোষাধ্যক্ষ মোআনোয়ার হোসেন,কে,এম আখতারুজ্জামান ডাবলুওয়াহিদা নার্গিস প্রমূখ।