• 26 Apr, 2025

নড়াইলে আকবর গ্যাং-এর বিরুদ্ধে বিশেষ অভিযান, গ্রেফতার ৬

নড়াইলে আকবর গ্যাং-এর বিরুদ্ধে বিশেষ অভিযান, গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার : নড়াইল জেলার নড়াগাতী থানার আওতাধীন খাশিয়াল গ্রামে মাদক ব্যবসায়ী চক্র ‘আকবর গ্যাং’-এর বিরুদ্ধে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ৯ এপ্রিল রাত ১১টা ১০ মিনিট থেকে ১০ এপ্রিল সকাল ৫টা ৫৫ মিনিট পর্যন্ত পরিচালিত এই অভিযানে নড়াগাতী থানার পুলিশ স্থানীয় সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে খাশিয়াল এলাকায় সক্রিয় ‘আকবর গ্যাং’-কে আটকের জন্য পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করেছিল।

অভিযানে মূল টার্গেট ছিল মোঃ আলী আকবর বিশ্বাস (৪৫), যিনি গ্যাংটির মূলহোতা হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। অভিযানে আকবরসহ তার স্ত্রী বিনা (৩৫), সহযোগী হাশমত বিশ্বাস (৫৫), সরবরাহকারী নাইম বিশ্বাস (২২), এবং সহযোগী মোঃ আকাশ (১৯) ও মোঃ রফিক মোল্লা (৩৩) কে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল: গাজার পুরিয়া (ছোট): ১৪টি, গাজার পুরিয়া (বড়): ৩টি, শুকনা গাঁজা: ১৮০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট: ৫৮টি, নগদ টাকা: ৫৪,২০০ টাকা, মোবাইল ফোন (বাটন: ৫টি, অ্যান্ড্রয়েড: ৩টি), দেশীয় অস্ত্র: ৪টি, ধারালো চাকু: ১টি। 

গ্রেফতারকৃতদের নড়াগাতী থানায় হস্তান্তর করে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই গ্যাং একটি বৃহৎ মাদক পাচার চক্রের সাথে যুক্ত ছিল।

পুলিশ জানিয়েছে, গ্যাং-এর বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে আরও অনুসন্ধান চলছে। অভিযানের সময় ও পরে কোনো ধরনের প্রতিরোধ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে স্থানীয় পরিবেশ শান্ত রয়েছে এবং আশপাশের এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।