• 27 Jul, 2024

নড়াইলে আজিজুর ও লোহাগড়ায় ফয়জুল হক চেয়ারম্যান নির্বাচিত

নড়াইলে আজিজুর ও লোহাগড়ায় ফয়জুল হক চেয়ারম্যান নির্বাচিত

নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর উপজেলায় আজিজুর রহমান ভুঁইয়া (আনারস প্রতীক) নিয়ে তিনি প্রথম বারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপর দিকে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে এ কে এম ফয়জুল হক রোম (আনারস প্রতীক) নিয়ে তিনিও প্রথম বারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।

 


 

মঙ্গলবার (২১ মে) রাত ১১টার দিকে নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।


 

নড়াইল সদর উপজেলায় আজিজুর রহমান ভুঁইয়া তিনি (আনারস প্রতীক) নিয়ে ভোট পেয়েছেন ৪৫ হাজার ৮৫ভোট। তার নিকটতম প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান (ঘোড়া প্রতীক) ৪২ হাজার ৩০৬ ভোট পেয়েছেন। নড়াইল সদর উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে সোহেল সরদার তৌহিদুল (টিউবওয়েল প্রতীক) নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নাজনীন সুলতানা রোজী (ফুটবল প্রতীক) নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।


 

নড়াইল সদরের ভোটার সংখ্যা ২লাখ ৪৭ হাজার ৭ শত ৬০ জন। পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ১শত ২৯ জন, মহিলা ভোটার ১ লাখ ২১ হাজার ৬৩০ জন। ভোট কেন্দ্র ১০০টি। এদিকে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে এ কে এম ফয়জুল হক রোম বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি (আনারস প্রতীক) নিয়ে ভোট পেয়েছেন ৩৯হাজার ৬৫৬ ভোট। তার নিকটতম প্রার্থী সিকদার আব্দুল হান্নান রুনু (হেলিকপ্টার প্রতীক) ২৬ হাজার ১০৩ ভোট পেয়েছেন।


 

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মোস্তফা কামাল লিওন (টিউবওয়েল প্রতীক) ২৩ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী এফ আর রোমান রায়হান (টিয়া পাখি প্রতীক) ২১হাজার ৫৩৯ ভোট পেয়েছেন।


 

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন ইতি (কলস প্রতীক) ৩৬ হাজার ৭১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোছা. কাকলি বেগম (হাঁস প্রতীক) ২৫ হাজার ১৩ ভোট পেয়েছেন।


 

লোহাগড়া উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ২৫৩ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ৭৬ জন,মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ১৭৫ জন। ভোট কেন্দ্র ৯৭ টি। এছাড়া ২ জন হিজড়া ভোটার রয়েছে। ভোট পড়েছে শতকরা ৩৬ দশমিক ৪৫ শতাংশ।