স্টাফ রিপোর্টার: নড়াইলের দুর্গাপুর এলাকায় এক আইসক্রিম ফ্যাক্টরিতে নিষিদ্ধ কেমিক্যাল ও রঙ ব্যবহারের অভিযোগে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ এপ্রিল) বিকেলে যশোর-মাগুরা সড়কের পাশের দুর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এবং ক্যাব-এর নড়াইল জেলা সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।
জানা গেছে, বরাশুলা গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এই ফ্যাক্টরিতে আইসক্রিম উৎপাদন করে আসছিলেন, যেখানে তিনি নিষিদ্ধ কেমিক্যাল রঙ ব্যবহার করতেন। আগেও তাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে বারবার একই অপরাধ তিনি করে যাচ্ছিলেন।
এই অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৪২ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মালিক রফিকুল ইসলাম বলেন, “এ রকম রঙ সারা বাংলাদেশের সব ফ্যাক্টরিতেই ব্যবহৃত হয়। এখন যেহেতু স্যারেরা বলে গেলেন, এরপর থেকে আমি নিষিদ্ধ রঙ আর ব্যবহার করবো না।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, জনস্বাস্থ্য রক্ষার জন্য এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।