• 03 May, 2024

নড়াইলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

নড়াইলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

নড়াইলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায়। ক্ষতিগ্রস্ত কবিতা রানী গোস্বামী জানান, নড়াইল শহরের ৬৯নং কুড়িগ্রাম মৌজায় হাল ৫৯৫নং দাগে তিনি ও তার স্বামী স্বপন কুমার রায় যৌথ মালিকানায় ২০ শতক জমি ক্রয় করে বসবাস করছেন। গত ২০২০ সালের ২৫শে মার্চ তারিখে স্বামী স্বপন কুমার রায় তাকে না জানিয়ে গোপনে তাদের বাড়ির ৫ শতাংশ জমি নড়াইল পৌরসভার ভাদুলিডাঙ্গা এলাকার সমীর বিশ্বাসের নিকট বিক্রি করে দেন। সমীর বিশ্বাস জমি ক্রয়ের বিষয়টি ২০২২ সালের ৩রা নভেম্বর কবিতা গোস্বামীকে জানান। বিষয়টি জানতে পেরে কবিতা গোস্বামী আদালতে অগ্রক্রয়ের মামলা করেন। মামলা চলাকালে আদালতের নির্দেশে ওই জমির অবস্থা পরিদর্শন করা হয় এবং পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকে। আদালতের নির্দেশ অমান্য করে গত ১৬ই সেপ্টেম্বর বিরোধীয় জমিতে ঘর তোলার কার্যক্রম শুরু করেন সমীর বিশ্বাস। গতকাল সরজমিন দেখা যায়, সমীর বিশ্বাস নিজে দাঁড়িয়ে থেকে ঘর নির্মাণের কাজ করাচ্ছেন। জমির সঙ্গে শেখ রাসেল স্মৃতি সংসদ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস লেখা একটি সাইনবোর্ড দেয়া হয়েছে।