কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
নড়াইলে শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা ও সচেতনতামূলক প্রচার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) সকালে পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহায়তায় নড়াইল-লোহাগড়া-কালনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৯টি ট্রাক ও কাভার্ডভ্যান চালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং হাইড্রোলিক হর্ন ভেঙে ফেলা হয়।
নড়াইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে মোবাইল কোর্টে পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এসময় ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ কাজে জেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।
নড়াইল পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী বলেন, শব্দদূষণের প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা চলমান থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না।
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।