মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইলেক্ট্রোনিক ডিভাইসে ভার্চুয়ালি নড়াইল জেলার এসব আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন হয়।
জেলা প্রশাসকের সভাপতিত্বে ইলেক্ট্রোনিক ডিভাইসে ভার্চুয়ালি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ, পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন, সিভিল সার্জন ডা: সাজেদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, সদরের ইউএনও, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী. স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী , গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করেছে নড়াইল সদর উপজেলায় ১৬টি আশ্রয়ণের ঘর (৫ম পর্যায়ে), লোহাগড়ায় ২৩টি আশ্রয়ণের ঘর (৫ম পর্যায়ে), লোহাগড়ার এড়েন্দা-মানিকগঞ্জ হাট সড়কে ২৫০০ মিটির চেইনেজে ১৭৫.২০ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণ, সদরে ৩টি প্রাথমিক বিদ্যালয়, লোহাগড়ায় ৫টি প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করেছে সদরের বিছালী ইউনিয়নে আড়পাড়া গ্রামে কমিউনিটি ক্লিনিক, সদরে ২.৯০ একর জমির উপর নার্সিং কলেজ নির্মাণ, লোহাগড়ার কাশিপুর ইউনিয়নে গন্ডব গ্রামে কমিউনিটি ক্লিনিক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করেছে নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৫টি মাদ্রাসা নির্মাণ, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৪টি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ, রাজস্ব খাতের আওতায় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন,সদরে ৮ একর জমির উপর প্রকৌশল হাতে আলী খান ইঞ্জিনিয়ারিং কলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপন এবং গণপূর্ত অধিদপ্তর বাস্তবায়ন করেছে কালিয়ায় সাব-রেজিস্ট্রি অফিস নির্মাণ।