• 24 Apr, 2024

নড়াইলে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলের সদর উপজেলায় মূল্য তালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে পণ্য রাখায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

নড়াইলনড়াইলের সদর উপজেলায় মূল্য তালিকা না থাকাদাম বেশি রাখা  নোংরা পরিবেশে পণ্য রাখায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (০৯ জানুয়ারিদুপুরে সদর উপজেলার তুলরামপুর বাজার এলাকায়  অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক। এসময় জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।

অভিযানে মেসার্স ইমদাদুল ইসলামের দোকানকে ৫০০ টাকামেসার্স তুহিন এন্টারপ্রাইজকে ৫০০ টাকামেসার্স স্মার্টকে ৫০০ টাকামেসার্স ইভা গার্মেন্টস অ্যান্ড কসমেটিকসকে ৫০০ টাকামেসার্স রাফছান রুহান স্টোরকে এক হাজারটাকামেসার্স জয়গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে এক হাজার টাকামেসার্স কনিকা মিষ্টান্ন ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক  বলেন ধরনের অভিযান চলমান থাকবে।