• 29 Mar, 2024

নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইল:নড়াইলের সদর উপজেলায় মূল্য তালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে পণ্য রাখায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে বারো হাজার তিনশ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার(২৮ ডিসেম্বরদুপুরে সদর উপজেলার পৌর এলাকার ভাওয়াখালি  পুরাতন বাস টার্মিনাল এলাকায়  অভিযানপরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক। এসময় জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।

অভিযানে মেসার্স ফ্রেন্ডস ফুডকে পাঁচ হাজার টাকামেসার্স ফাইভ স্টার বেকারিকে পাঁচ হাজার টাকামেসার্স সফিক স্টোরকে পাঁচশ টাকামেসার্স আবির স্টোরকে পাঁচশ টাকামেসার্স শ্যামল ফল ভান্ডারকে তিনশ টাকামেসার্স সতেজ খাবারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার  বলেন ধরনের অভিযান চলমান থাকবে।