কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
নড়াইল:নড়াইলের সদর উপজেলায় মূল্য তালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে পণ্য রাখায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে বারো হাজার তিনশ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার(২৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পৌর এলাকার ভাওয়াখালি ও পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ অভিযানপরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক। এসময় জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।অভিযানে মেসার্স ফ্রেন্ডস ফুডকে পাঁচ হাজার টাকা, মেসার্স ফাইভ স্টার বেকারিকে পাঁচ হাজার টাকা, মেসার্স সফিক স্টোরকে পাঁচশ’ টাকা, মেসার্স আবির স্টোরকে পাঁচশ’ টাকা, মেসার্স শ্যামল ফল ভান্ডারকে তিনশ’ টাকা, মেসার্স সতেজ খাবারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে।নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।