ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজান, সম্পাদক নাসিম
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নোংরা পরিবেশ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে নড়াইলে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নোংরা পরিবেশ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে নড়াইলে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার(৭ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরের দিকে জেলা সদর উপজেলার মাদরাসা বাজার ও লোহাগড়া উপজেলার থানার মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
নেতৃত্ব দেন অধিদপ্তর নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক।
এ সময় জেলা আনসার সদস্যদের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।অভিযান সূত্রে জানা গেছে, মাদরাসা বাজার ও লোহাগড়া থানার মোড় বাজার এলাকায় অভিযানে মেসার্স মিষ্টি মুখকে এক হাজার, মেসার্স শিকদার স্টোর এক হাজার, মেসার্স জাগ্রত ফুড প্রোডাক্টসকে ১০ হাজার, মেসার্স রাসেল হোটেল ৩০০ টাকা, মেসার্স মাসুদ হোটেলকে ৩০০ টাকা ও মেসার্স ডেইলি ফ্রেশ ডিপার্টমেন্ট স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।মূল্য তালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে পণ্য রাখায় দায়ে ওই ছয়টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নড়াইলে দুই আসনে ১৬ এমপি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর কাছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনীর তিনটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তারের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা।