রোববার (১৩ অক্টোবর ) দুপুরে নড়াইল জেলা শহরের রূপগঞ্জ বাজারের ভোক্তো অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান এ অভিযান পরিচালনা করেন। এ ছাড়া মুদি দোকান, কাঁচা বাজার, ডিম বাজার, মাছ বাজার সহ বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
ভোক্তো অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হাসান জানান, কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলার সাধারণ সম্পাদক , একজন সদস্যকে সাথে নিয়ে জেলা শহরের রূপগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছি। এখানে একটি দোকানে তেলে পণ্যের মোড়কের মূল্য তালিকা তুলে ফেলা হয়েচে, মেয়াদ উর্ত্তীণ বিস্কুট দোকানে পাওয়া গেছে, অন্য আরেকটি দোকানে মূল্য তালিকা না থাকায় এবং কাঁচা মরিচ মূল্য তালিকার চেয়ে বেশি মূল্যে বিক্রি করার দায়ে মোট ৪ (চার) প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, ক্যাব সদস্য মুন্সি আসাদুর রহমান, সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু, দুইজন পুলিশ সদস্য এবং তিনজন শিক্ষার্থী।