‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
জেলার ৩ উপজেলায় চলতি আমন মৌসুমে(২০২২-২৩) ২ হাজার ৩শ’৩২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।
জেলার ৩ উপজেলায় চলতি আমন মৌসুমে(২০২২-২৩) ২ হাজার ৩শ’৩২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।কৃষকরা যাতে সরাসরি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা খাদ্য বিভাগ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে জেলার ৩ উপজেলায় ২ হাজার ৩শ’৩২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে সদর উপজেলায় ১হাজার ১শ’৪ মেট্রিক টন আমন ধান, লোহাগড়া উপজেলায় ৬শ’২৩ মেট্রিক টন এবং কালিয়া উপজেলায় ৬শ’৫ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ অভিযান চলবে।সরকারিভাবে এবার প্রতি কেজি আমন ধানের মূল্য ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নড়াইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অনির্বান ভদ্র জানান,জেলার তিন উপজেলায় কৃষকের অ্যাপে নিবন্ধিত কৃষকদের থেকে লটারীর মাধ্যমে বিজয়ী কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ করা হচ্ছে।আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।