শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।সে লাহুড়িয়া মধ্য দহরপাড়া গ্রামের ময়ন উদ্দিন শেখের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের মধ্য দহরপাড়া এলাকাযর আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালায় লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।এসময় তার বাড়িতে থাকা একটি ব্যাগ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।