কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, নড়াইল সদর হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা জায়, আহাদুর খাকী এবং গাফফার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।এরই জেরে সকালে আহাদুর খাকী গ্রুপের লোকজন গাফফার শেখের পক্ষের লোকেরা মো. বাবলু ফকিরকে কুপিয়ে ওলাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১২ জন আহত হন।
নড়াগাতী থানার ওসি সুকান্ত জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়ের করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।