• 25 Apr, 2024

নড়াইলে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মূল্যতালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে পণ্য রাখায় দশব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় মূল্যতালিকা না থাকাদাম বেশি রাখা  নোংরা পরিবেশে পণ্য রাখায় দশব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার(২০ ডিসেম্বরসকাল থেকে দুপুর পর্যন্ত লোহাগড়া উপজেলার এড়েন্দামল্লিকপুর  দিঘলিয়া বাজার এলাকায়  অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক। এসময় জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।

অভিযানে মেসার্স জাহিদ স্টোরকে এক হাজারমেসার্স হাসিব মিষ্টি ঘরকে পাঁচশতমেসার্স তাইজুল স্টোরকে পাঁচশত,মেসার্স শরিফ স্টোরকে পাঁচশতমেসার্স জিল্লু স্টোরকে পাঁচশতমেসার্স সবুজ স্টোরকে পাঁচশতমেসার্স সিয়াম প্রসাধনীকে পাঁচ হাজারমেসার্স সূচি স্টোরকে এক হাজারমেসার্স নিত্য দুলাল স্টোরকে এক হাজার  মেসার্স কালিদাস স্টোরকে এক হাজারসহ মোট ১০টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার  জানানজনস্বার্থে  ধরনের অভিযান চলমান থাকবে।