• 14 Dec, 2024

নড়াইল শহরে আবাসিক এলাকায় কসাইখানা নির্মাণ কাজ বন্ধের দাবীতে মানববন্ধন

নড়াইল শহরে আবাসিক এলাকায় কসাইখানা নির্মাণ কাজ বন্ধের দাবীতে মানববন্ধন

নড়াইলে শহরের প্রাণকেন্দ্রে মসজিদ-মন্দির সংলগ্ন ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় কসাইখানা নির্মাণ কাজ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় আদালত চত্বরে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলন (বাপা) নড়াইল কমিটি ও শহরবাসী। ঘন্টাবাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানূষ অংশগ্রহণ করেন। 

এ সময় বক্তব্যদেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলন (বাপা) জেলা সভাপতি শাহ আলম, সদস্য সচিব এম এম আমিনুল হাসান মিঠু, সমাজ সেবক মো.হামিদুল হক তনু, মাওলানা মাহবুবুর রহমান, এ্যাড.অন্ন ঘোষ, খন্দকার মাসুদ হাসান প্রমুখ। 

বক্তারা কসাইখানা নির্মাণ বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে আবেদন জানান, পরবর্তীতে এ ঘটনায় আদালতে মামলা করা হুমকী প্রদান করেন। শহরের বাইরের কোন স্থানে কসাইখানা নির্মানের পরামর্শ তাদের।