বুধবার (০৭ আগস্ট) দুপুরে নড়াইল জেলা শহরের বিভিন্ন বাজার ও মুল সড়কের আশে-পাশে পড়ে থাকা আবর্জনা পরিস্কার-পরিছন্ন করতে নামে নড়াইলের ছাত্র/ছাত্রীরা।
এ সময় তারা শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে শুরু করে রূপগঞ্জ অভিমুখে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
এই উদ্যোগের কথা মিডিয়ার সামনে তুলে ধরেন নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী সুমাইয়া খানম শিমু।
এ সময় ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন সম্মান বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল নূর, ঢাকা কলেজের শাওন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের ছাত্র সাজিদুর রহমান,নড়াইল কৃষি কলেজ ছাত্র রিজবী, আইনের ছাত্র জাকারিয়াসহসহ নড়াইলের সন্তান কয়েকজনের উদ্যোগে এ কার্যক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
শহর পরিচ্ছন্ন করার পাশাপাশি সমাজ গঠনে ভবিষ্যতে তাদের নানা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও শিক্ষার্থীরা জানায়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করলো, হলো স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। এসবই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই ফসল। ইতিমধ্যে দেশে বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙ্গচুর, লুটপাট বিদ্যমান। এসব ধংসযজ্ঞ কর্মকান্ড রক্ষা করারও কেউ নেই মাঠে।