সভায় সভাপতিত্ব করেন নড়াইল সদর পৌর মহিলা দলের সভাপতি মোসাঃ কাজল লতা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইরানি আক্তার সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি মিসেস শিরিন জামান।
কর্মী সভা শেষে একই মঞ্চে নারীর ক্ষমতায়ন ও বিএনপি নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আল আমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবাদত মিনা, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নড়াইল-২ আসনের মনোনয়নপ্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক মাজেদা খানম টুকটুকি, সদর থানা মহিলা দলের সভানেত্রী মধুমিতা, সাধারণ সম্পাদক সুলতানা, সাংগঠনিক সম্পাদক রাহেলা হাসিন হীরা, সহ-সাংগঠনিক সম্পাদক বনি সুলতানা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিদ্দিকী টিটো, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন গাজি, সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম স্বপণ, সাংগঠনিক সম্পাদক খাঁন শিমুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় এক হাজার নেতা-কর্মী।
সভায় জেলা মহিলা দলের সভানেত্রী শিরিন জামান ৪নং ওয়ার্ড মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হয়েছেন নাজলী সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি রেবেকা বেগম, সহ-সভাপতি রত্না বেগম, সুজলা অধিকারী ও তিমি খাতুন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোছাঃ আসমা খানম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন নাহার পাখি, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ আমেনা খাতুন, সাংগঠনিক সম্পাদক নাছরিন সুলতানা, মোছাঃ রহিমা বেগম ও সোনিয়া ফেরদৌস যুথিকে ঘোষণা করা হয়।
কর্মী সভায় বক্তারা বলেন, “নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশই বিএনপির আগামী দিনের শক্তি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার করা সম্ভব।”