‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
স্টাফ রিপোর্টার ॥ আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য নড়াইল পৌরসভার ৮৮ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৮৮৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে নড়াইল পৌর ভবনের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে আগামী অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে।
রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ৯ কোটি ৬৪ লক্ষ ২ হাজার ৬ শত ৩৫ টাকা, উন্নয়ন খাতে ২ কোটি ২ লক্ষ ৪৬ হাজার ২ শত ৫৩ টাকা এবং প্রকল্প খাতে ৭৭ কোটি টাকা।
বাজেট উপস্থাপন করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। বাজেট উপস্থাপনকালে পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, ‘নড়াইল পৌরসভার উন্নয়ন পৌর পরিষদকে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের পৌরসভায় নতুন একটি প্রকল্প অন্তর্ভুক্ত হচ্ছে। এই প্রকল্পটির কাজ শুরু হলে পৌরবাসী যত ধরনের সুযোগ সুবিধা চাইবে, তার সবই পূরণ করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।’
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডুু, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌর সভার নির্বাহী কর্মকর্তা মো. ওহাবুল আলম, পৌর কাউন্সিলর মো. রেজাউল বিশ্বাস, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব হোসেন বিলোসহ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলরগণ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।