• 10 Dec, 2024

নড়াইল জেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল জেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলকণ্ঠ: নড়াইল জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে জাতীয়  দলীয় পতাকা উত্তোলণের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার।

সম্মেনে প্রধান অতিথির বক্তব্য রাখেননড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

প্রধান বক্তা যুব মহিলালীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন কমিটি গঠনের মধ্যদিয়ে দলের সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানান।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানানখুব শীর্ঘ্রই কেন্দ্র হতে জেলা মহিলা যুবলীগের কমিটি ঘোষণা করা হবে।

সম্মেলনে জেলার তিনটি উপজেলা  ইউনিয়ন পর্যায়ের যুব মহিলা লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।