মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে রায়পুরে একতার অঙ্গীকার ও মাদকবিরোধী র্যালি
নাহিদুর রহমান দুলাল (লক্ষীপুর রায়পুর প্রতিনিধি) : আপনার সন্তান মাদকের ধ্বংসস্তূপ থেকে নিরাপদ তো? আসুন, মাদককে প্রতিহত করি এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হই”—এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে একতারবন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।