• 17 Nov, 2025

নড়াইল-১ আসনে জাহাঙ্গীর নিশ্চিত, ফরহাদকে নড়াইল-২ এ ‘গ্রিন সিগন্যাল’!

নড়াইল-১ আসনে জাহাঙ্গীর নিশ্চিত, ফরহাদকে নড়াইল-২ এ ‘গ্রিন সিগন্যাল’!

নড়াইলকণ্ঠ: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোষণা করেছে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম। এর মধ্যে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম চূড়ান্ত হলেও, নড়াইল-২ আসন রাখা হয়েছে “অপেক্ষায়” (Hold)। রাজনৈতিক মহলে গুঞ্জন—এই আসনটি বিএনপির শরিকদল এনপিপি চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে।

৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। ঘোষিত তালিকায় নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম থাকলেও, নড়াইল-২ আসন “হোল্ড” করে রাখা হয়েছে।

এমন ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা—এই আসনটি রাখা হয়েছে শরিকদল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের জন্য। কারণ, তিনি ২০১৮ সালের নির্বাচনে এই আসনেই ধানের শীষ প্রতীকে লড়েছিলেন।

মঙ্গলবার দুপুরে বিএনপির একাধিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে খবর এসেছে—১২টি আসনে শরিক জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে বিএনপি। সেই তালিকায় নড়াইল-২ আসনের ধানের শীষ প্রত্যাশী ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম রয়েছে।

সাংবাদিকদের ড. ফরিদুজ্জামান ফরহাদ জানানন, “গণমাধ্যমে জানতে পেরেছি যে, ধানের শীষের প্রার্থী হিসেবে নড়াইল-২ আসনে আমার নাম এসেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে শরিকদের মনোনয়ন চূড়ান্তভাবে জানানো হবে।”

এর আগের দিন নিজ নির্বাচনী এলাকা লোহাগড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, “আমি এই আসনের হকদার ও দাবিদার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবসময় বিএনপির সঙ্গে ছিলাম, রাজপথে থেকেছি, নির্যাতন সহ্য করেছি। জুলাই আন্দোলনে আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বলেছেন—যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, তাদেরই মনোনয়ন দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমার দল এনপিপি ২০১২ সাল থেকেই বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আছে। ২০১৮ সালেও আমি এই আসনে ধানের শীষের প্রার্থী ছিলাম। এবারও আশা করছি, নড়াইল-২ আসনে আমি বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হবো।”

স্থানীয় বিএনপি ও শরিক দলের নেতাকর্মীরা জানিয়েছেন, ফরিদুজ্জামান ফরহাদ স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, সক্রিয় ও জনবান্ধব রাজনীতির প্রতীক। তিনি এলাকায় সড়ক, কৃষি ও শিক্ষা উন্নয়নে কাজ করছেন এবং “মাদকমুক্ত সমাজ” গড়ার অঙ্গীকার করেছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ, এবং এনপিপির প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেনসহ স্থানীয় নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যদি শরিকদল এনপিপিকে নড়াইল-২ আসন ছেড়ে দেয়, তাহলে জোট রাজনীতিতে ফরিদুজ্জামান ফরহাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে—যা আগামী নির্বাচনে নড়াইল অঞ্চলে বিএনপি জোটের পক্ষে ভারসাম্য সৃষ্টি করতে পারে।

নড়াইল-১ এ জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা ও নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদের নাম আলোচনা সর্বত্র আসন্ন নির্বাচনে বিএনপি শরিকদের জন্য দরজা খোলা রাখছে। জোট রাজনীতির এই কৌশল এবার “শেয়ার্ড মনোনয়ন” ও “আন্দোলনের ধারাবাহিকতা”র প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।