নরসিংদীর রায়পুরায় নগদের ২ ডিস্ট্রিবিউটরকে গুলি করে তাদের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে নরসিংদী হেমন্দ্র সাহার মোড় থেকে রায়পুরা যাওয়ার পথে মির্জানগর ইউনিয়নের ১০ নম্বর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান।
গুলিবিদ্ধরা হলেন- পলাশ উপজেলার ইছাখালী গ্রামের মৃত আমির চাঁন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া ও একই উপজেলার চরনগরদী গ্রামের রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন। ঘটনার সময় দেলোয়ার হোসেন মোটরসাইকেল চালাচ্ছিলেন।
নিয়ম বহির্ভূতভাবে চাউলের বস্তায় মূল্য না লেখায় নড়াইলে এক রাইস মিল মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে স্বচ্ছতা ও ভোক্তা সুরক্ষায় এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
নড়াইলকণ্ঠ ডেস্ক: চাকরিতে ১৪তম গ্রেড এবং ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নড়াইলের স্বাস্থ্য সহকারীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।