• 14 Jun, 2025

নড়াইলের বাতিঘর কাদের সিকদারকে স্মরণ—চতুর্থ মৃত্যুবার্ষিকীতে অশ্রুসিক্ত শ্রদ্ধা ও প্রেরণার বার্তা

নড়াইলের বাতিঘর কাদের সিকদারকে স্মরণ—চতুর্থ মৃত্যুবার্ষিকীতে অশ্রুসিক্ত শ্রদ্ধা ও প্রেরণার বার্তা

নড়াইলের আকাশ যেন আজও ভারী হয়ে আসে এক নাম শুনলেই—আব্দুল কাদের সিকদার। যিনি ছিলেন সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি, সামাজিক ন্যায়বিচারের অটল অভিভাবক। মৃত্যুর চার বছর পরেও যাঁর শূন্যতা এখনো অনুভব করে পুরো জেলা।

নড়াইলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রিয় মুখ, সাবেক জাতীয় সংসদ সদস্য, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রঘুনাথপুর কবরস্থানে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

২১ মে বুধবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল মোল্লা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও আব্দুল কাদের শিকদারের সহধর্মিণী, সদর উপজেলা বিএনপির সভাপতি, লোহাগড়া বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ সহ অনেকে স্মৃতিচারণ করেন।

বক্তারা বলেন, “আব্দুল কাদের শিকদার শুধু একটি নাম নয়, এটি ছিল ন্যায় ও সত্যের একটি প্রতিষ্ঠান। তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি, কারো মুখ চেয়ে নিজের আদর্শ থেকে সরে দাঁড়াননি।”

স্মরণসভা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে জেলা ও উপজেলা বিএনপির ব্যানারে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

বক্তারা তাঁর আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।