• 23 Apr, 2024

নড়াইলে সদস্যপ্রার্থীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ

নড়াইলে সদস্যপ্রার্থীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ

নড়াইলে জেলা পরিষদ নির্বাচনে বিপক্ষে কাজ করায় এক বিজয়ী সদস্যপ্রার্থীর বিরুদ্ধে সংখ্যালঘু বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার(১৭ অক্টোবরনির্বাচন শেষে রাতে বড়দিয়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা শ্রীবাস দাসের বাড়িতে  হামলার ঘটনা ঘটে।

 ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী পরিবার জানায়বীর মুক্তিযোদ্ধা শ্রীবাস দাসের ছেলে নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেবাশীষ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্যপ্রার্থী খান রবিউল ইসলামের পক্ষে কাজ করায় রবিউলের প্রতিদ্বন্দ্বী খান শাহিন সাজ্জাদ পলাশের রোষানলে পড়েন। নির্বাচনে পলাশ বিজয়ী হলে তার নেতৃত্বে দেবাশীষের বাড়িতে তার সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপসহ ভাঙচুর চালান।

 সময় দেবাশীষের বৃদ্ধা মা শিলারানী ঠেকাতে গেলে হামলাকারীরা তাকে ধাক্কা মেরে ফেলে দিলে তিনি আহত হন।হামলা থেকে বাঁচতে ওই বাড়ির সদস্যরা অন্যত্র আশ্রয় নেন।

 বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা জানাননির্বাচন-পরবর্তী সহিংসতার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সুকান্ত সাহা।