কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
নড়াইল: নড়াইলে ইয়াবাসহ হাসান শেখ (৩৩) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল।
বৃহস্পতিবার(১৪ জুলাই) সকালে ডিবি পুলিশ তাকে নড়াইল সদর থানার মালিবাগ ও এস এম সুলতান সেতুর মধ্যবর্তী স্থান থেকে গ্রেফতার করে।
আটক হাসান জেলার লোহাগড়া থানার কুচিয়াবাড়ি গ্রামের রুস্তম শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সকাল সাড়ে ৭টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে হাসানকে আটক করে।পরে তার দেহ তল্লাশি করে এক হাজার ২৩৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলী হোসেন জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।