বৃহস্পতিবার(১৪ জুলাই) সকালে ডিবি পুলিশ তাকে নড়াইল সদর থানার মালিবাগ ও এস এম সুলতান সেতুর মধ্যবর্তী স্থান থেকে গ্রেফতার করে।
আটক হাসান জেলার লোহাগড়া থানার কুচিয়াবাড়ি গ্রামের রুস্তম শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সকাল সাড়ে ৭টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে হাসানকে আটক করে।পরে তার দেহ তল্লাশি করে এক হাজার ২৩৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলী হোসেন জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।