• 02 Dec, 2024

নড়াইলে চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

নড়াইলে চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

নড়াইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার( জুলাইদুপুরে লোহাগড়া থানায়  বিষয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোরিয়াজুল ইসলাম।

তিনি জানানচোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছেএমন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল সোমবার( জুলাইরাত ৮টার দিকে লোহাগড়া উপজেলাধীন লাহুড়িয়া ঝামারঘোপ বাজার থেকে ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার টিঠা গ্রামের কামাল শেখ  বাজরা গ্রামের মঞ্জুরুল ইসলাম জিসানকে দুইটি মোটরসাইকেলসহ আটক করে।এ সময় তাদের দেয়া তথ্য মতে পাশের আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে আরেকটি মোটরসাইকেলসহ ফসিয়ার নামে চোরচক্রের আরেক সদস্যকে আটক করা হয়।

রিয়াজুল ইসলাম জানানপ্রাথমিক জিজ্ঞাসাবাদে ফসিয়ার আরও দুটি চোরাই মোটরসাইকেলের তথ্য দিলে পুলিশ শুলটিয়া নামে পাশের একটি গ্রামে অভিযানে যায়।ওই গ্রামের বাবলু  বুলবুলের বাড়ি থেকে দুটি মোটরসাইকেল জব্দ করে।এক পর্যায়ে আটককৃতরা আরও মোটরসাইকেলের তথ্য দিলে পুলিশ ফরিদপুরের বাজরা গ্রামের ইমদাদুল হক মিলনকে দুটি মোটরসাইকেলসহ আটক করে।

 জুলাই রাত থেকে  জুলাই সকাল পর্যন্ত পুলিশের টানা অভিযানে চোরচক্রের চারজনকে আটক  মোট আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে বাজাজ ব্র্যান্ডের ডিসকভার সাতটি  একটি প্লাটিনা রয়েছে।

আটকরা দীর্ঘদিন নড়াইলফরিদপুরসহ আশপাশের অন্যান্য জেলায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত বলেও জানান তিনি।