• 20 Apr, 2024

নড়াইলে ব্যবসায়ী খুনের বিচার দাবিতে মানববন্ধন

নড়াইলে ব্যবসায়ী খুনের বিচার দাবিতে মানববন্ধন

নড়াইলে ব্যবসায়ী কামরুল শেখ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জুলাইবেলা ১১টায় চাঁচুড়ি বাজার বণিক সমিতির উদ্যোগে চাঁচুড়ি বাজারে  কর্মসূচি পালিত হয়।

 দিন কর্মসূচিতে যোগ দিতে চাঁচড়িপুরুলিয়াবাসী মিছিল নিয়ে চাঁচুড়ি বাজারে সমবেত হন। পরে তারা নড়াইল-কালিয়া সড়কে মানববন্ধন করেন।

পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আমিরুল ইসলাম মনিচাঁচুড়ি বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোল্যা ইমদাদুল হকমুক্তিযোদ্ধা আশরাফুলবারী মিহিরনড়াইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রুকু মিয়া শেখপুরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবেলাল হোসেনকালিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুন্সি লুৎফর রহমানসহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশ গ্রহণে  মানববন্ধন ঘন্টাব্যাপি স্থায়ী হয়।

 সময় চাঁচুড়ি বাজারের জুতা ব্যবসায়ী কামরুল শেখ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

উল্লেখ্যআধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে গত ৩০ জুন পুরুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ব্যবসায়ীকামরুল শেখের বাড়িতে চড়াও হয় প্রতিপক্ষ।এ সময় তাকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা এবং দুই ভাইসহ  জনকে গুরুতর আহত করা হয়।এ ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন বাদী হয়ে মোট ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।এ মামলায়  পর্যন্ত পুলিশ  জনকে গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।