• 08 Sep, 2024

নড়াইল জেলা ডিবি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পালাতক আসামি গ্রেফতার

নড়াইল জেলা ডিবি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পালাতক আসামি গ্রেফতার

নড়াইল জেলা ডিবি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পালাতক আসামি গ্রেফতার। একবছর ৬ মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ আমির হোসেনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ আমির হোসেন নড়াইল জেলার সদর থানার পেরলী গ্রামের মৃত আব্দুল গনি মোল্লার ছেলে।

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, (২৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন তুলারামপুর বাজার হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।