• 19 Apr, 2024

নানা আয়োজনে নড়াইলে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নানা আয়োজনে নড়াইলে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নড়াইলকণ্ঠ : ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এ মূলমন্ত্র সামনে রেখে সারা দেশের ন্যায় নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

image-16.jpeg

শুক্রবার(০৯ ডিসেম্বরসকাল ৮টায় নড়াইল জেলা প্রশাসনদুর্নীতি দমন কমিশন সম্বন্বিত যশোর জেলা কার্যালয়  জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির(দুপ্রকআয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয়  দুদকের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
image-17.jpeg
এরপর সকাল ৯টায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানএনজিও প্রতিনিধিএডাব প্রতিনিধিপিকেএসএফ প্রতিনধিস্কুল কলেজের শিক্ষকসততা সংঘের সদস্যদুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে নড়াইল চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
image-20.jpeg
এসময় অংশগ্রহণকারি দুর্নীতিবিরোধী লেখা শ্লোগান হেডব্যান্ড মাথায় পরে ঘন্টাব্যাপী দীর্ঘলাইনে দাড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশের সকল সচেতন নাগরিগদের প্রতি আহবান জানান।

মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে টেকসই উন্নয়নে অব্যহত রাখতে একটি সংলাপধর্মী সচেতনতামূলক নাটিকা উপস্থাপন করে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা।
image-19.jpeg
এরপর এই মঞ্চে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমানদুদক সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোশাররফ হোসেনসদরের পুলিশ পরিদর্শক মোনাসির উদ্দিন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমানসততা সংঘের সদস্য শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সৃষ্টি সরকার প্রমুখ।
image-18.jpeg

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাট্যকর্মী সাংবাদিক মুন্সি আসাদুর রহমান।

জাতিসংঘ ২০০৩ সালে  ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে।জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাকএর মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন(দুদক২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।