দুপুরের দিকে উপজেলার কর্মধা ইউনিয়নে জঙ্গি সন্দেহে স্থানীয় জনতা তাঁদের আটক করেন। কর্মধা ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তাঁদের রাখা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশি পাহারায় তাঁদের মৌলভীবাজার জেলা পুলিশলাইনে নেওয়া হয়।
জঙ্গি সংগঠনের ১৭ সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান। তিনি বলেন তাঁদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক এবং দুজন ইঞ্জিনিয়ার রয়েছেন।
এর আগে গত শনিবার সকালে কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের পাহাড়ি এলাকায় অপারেশন হিলসাইড পরিচালনা করে ইমাম মাহমুদের কাফেলার জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র থেকে চারজন পুরুষ এবং ছয়জন নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করে সিটিটিসি।