মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ : অমর একুশে ফেব্রুয়ারি “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা শহরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা মহোদয়।
পুলিশ সুপার মহোদয় পুষ্পস্তবক অর্পণ শেষে সহকর্মীদের নিয়ে শহীদদের প্রতি স্যালুট দিয়ে সন্মান প্রদর্শন করেন।
জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।