• 10 Dec, 2024

মেধারভিত্তিতে নড়াইলে কনস্টেবল পদে ১৮ জনের নিয়োগ

মেধারভিত্তিতে নড়াইলে কনস্টেবল পদে ১৮ জনের নিয়োগ

নড়াইলে যোগ্যতা এবং মেধারভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল ১৮ জন। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে সংবাদ ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার সোহাম্মদ মেহেদী হাসান।

পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নড়াইল জেলায় ২০২৪ সালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের জন্য প্রাথমিকভাবে ৮১১ জন প্রার্থী আবেদন করেন। পরে প্রাথমিক কাগজপত্র যাচাই এবং মাঠ পরীক্ষা সম্পন্ন করে ২০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ১৩ মার্চ নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠের ড্রিল শেডে পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় ও মৌখিক পরীক্ষায় ১৫ জন পুরুষ ও ৩ জন নারীসহ ১৮ জন উত্তীর্ণ হয়।

এ ছাড়া সাধারণ ও বিভিন্ন কোটায় ৭ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে মৌলিক প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। মৌলিক প্রশিক্ষণ যথাযথভাবে সমাপ্ত করলে চুড়ান্তভাবে নিয়োগ দেয়া হবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুজ্জামান প্রমুখ।