স্টাফ রিপোর্টার ॥ এ মন্ত্রণালয়ে নিয়মিত বরাদ্দ হিসেবে ২০২২-২৩ অর্থবছরে ২২৪ জনের জন্য বরাদ্দ ছিলো ১ কোটি ১২ লক্ষ টাকা। স্থানীয় জেলা সমাজসেবা অদিপ্তরের অফিস সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অতিরিক্ত এ বরাদ্দ থেকে লোহাগড়ার ৯২ জন (ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে পারলাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া) রোগীদের চিকিৎসার জন্য ৪৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা এসব দু:স্থ ও অসহায় রোগীদের সুচিকিৎসার জন্য প্রত্যেকে রোগীকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। এরমধ্যে ক্যান্সার রোগি ২৩ জন, কিডনীর ১৮ জন, লিভার সিরোসিসের ৫ জন, স্টোকে পারলাইজড-এ ৩৮ জন, জন্মগত হৃদরোগ-এ ৫ জন এবং থ্যালাসেমিয়া রোগী রয়েছে ৩ জন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা সমাজসেবার উপ-পরিচালক রতন কুমার হালাদার,লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু, লোহাগড়ার ইউএনও, লোহাগড়া উপজেলা সমাজসেবা অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।