সৈয়দ সম্রাট আলী : বিশেষ প্রতিনিধি : দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম মাশরাফী বিন মোর্ত্তজা এমপি’র পক্ষ থেকে গুচ্ছগ্রামবাসিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষ থেকে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের কাটালবাড়িয়া গুচ্ছগ্রামের শীতার্তদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করেন তার গর্বিত পিতা গোলাম মোর্ত্তজা স্বপন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: জসিম মোল্যা, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মেম্বর টিক্কা বিশ্বাস, অমিত সাহা রাজা, সদর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান আজবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, অসীম সাহসিকতা ও ধৈর্যের মাধ্যমে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে; এটাই ছাত্রশিবিরের দায়িত্বশীলদের জন্য মূল পথনির্দেশ।
শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে জেলা কমান্ড্যান্টের কার্যালয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের ০৩ (তিন) টি উপজেলায় ৫৩৪ টি পূজামন্ডপে ৩৪৫০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য/সদস্যা ০৬ (ছয়) দিনের জন্য মোতায়েন করা হয়েছে।
দেড়শ বছরের পুরোনো রংপুর বিভাগীয় রেল স্টেশনটিতে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। দফায় দফায় আন্দোলন-সংগ্রাম করেও উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে উত্তরের এই গুরুত্বপূর্ণ স্টেশনটি। সব ছাপিয়ে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এবার দৃশ্যমান উন্নয়ন বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।