• 09 Oct, 2024

মাশরাফীর পক্ষে নড়াইলে গুচ্ছগ্রামের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মাশরাফীর পক্ষে নড়াইলে গুচ্ছগ্রামের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সৈয়দ সম্রাট আলী : বিশেষ প্রতিনিধি : দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম মাশরাফী বিন মোর্ত্তজা এমপি’র পক্ষ থেকে গুচ্ছগ্রামবাসিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষ থেকে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের কাটালবাড়িয়া গুচ্ছগ্রামের শীতার্তদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করেন তার গর্বিত পিতা গোলাম মোর্ত্তজা স্বপন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: জসিম মোল্যা, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মেম্বর টিক্কা বিশ্বাস, অমিত সাহা রাজা, সদর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান আজবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।