• 15 Jan, 2026

মামলা থেকে খালাস পেলেন মধুপুর বনের ৩৮৭ বনবাসী

মামলা থেকে খালাস পেলেন মধুপুর বনের ৩৮৭ বনবাসী

মো. আবুল কাশেম মেহেদী (টাঙ্গাইল জেলা প্রতিনিধি): টাঙ্গাইল মধুপুর শালবনে বসবাসকারী প্রথাগত বনবাসীদের ৮৮টি বন মামলা প্রত্যাহার করা হয়েছে এবং অভিযুক্ত ৩৮৭ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। যার মধ্যে ২৩১জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এবং ১৫৬ জন বাঙালি।

বুধবার টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বন আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ ফরাজী এই আদেশ প্রদান করেন।

পরিবেশবন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ মধুপুর শালবনে বসবাস করা প্রথাগত বনবাসীদের সাথে বন বিভাগের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শালবন ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

উপর্যুক্ত বিষয়টি আদালতকে অবহিত করলে আদালত বিষয়টির ওপর শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। শুনানিকালে মধুপুর জাতীয় উদ্যানে বসবাসরত অভিযুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যগণ আদালতে হাজিরা দেন।