• 25 Mar, 2025

মা-নারী-মেয়ে-মহিলা : মানুষ –এএইচএম নোমান

মা-নারী-মেয়ে-মহিলা : মানুষ –এএইচএম নোমান

নারীবিষয়ক কমিশনকে এসডিজি প্রাধান্যে 'স্বপ্ন প্যাকেজ' অন্তর্ভুক্তিতায় 'একের ভেতর সতের' সফল অনুশীলনকৃত ধারণাটি বিবেচনার জন্য খতিয়ে দেখার বিনীত অনুরোধ জানাচ্ছি। এক প্রজন্ম শেষে যাতে বলা যায়, বাংলাদেশে কেউ স্বাস্থ্যহীন, শিক্ষাহীন, ঘরহীন, কর্মসংস্থানহীন নাই এবং পরিবেশ ও সঞ্চয়ে বৈষম্যহীন দেশ গড়ার ভিত তৈরি হয়। প্রথম শিশু, প্রথম মা, প্রথম বাবা, নতুন বাংলাদেশ বিনির্মাণ চাই।

অনুগ্রহ আর কনসেশন দিয়ে বা নিয়ে অধিকার প্রতিষ্ঠা হয় না। প্রকৃত সামগ্রিক উন্নয়ন ছাড়া কোনো বিক্ষিপ্ত উদ্যোগে পূর্ণতা আসে না। দরকার হলিস্টিক অ্যাপ্রোচ। এতে কন্যা-শিশু, কিশোরী, মহিলা, বৃদ্ধা ইত্যাদি নারীদের জন্য ভাগে ভাগে উন্নয়ন-কার্যক্রম ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসিকেই এগিয়ে দেয়। আমাদের বাংলাদেশে নারী ক্ষমতায়ন-উন্নয়ন নিয়ে বহু উদ্যোগ ও কার্যক্রম চলছে। বিভিন্ন সরকারি ও অনেক বেসরকারি সংস্থা তন্মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্র, নগ্ন- পদ ডাক্তার, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, গাড়ি ড্রাইভিং, প্রহরীসহ বিভিন্ন সাহসী উদ্ভাবনী ও সফল উদ্যোগ কার্যকর করেছে-চালু রয়েছে। নারীপক্ষও শরীর আমার- সিদ্ধান্ত আমার, নিরাপদ চলাচল, সমান অধিকার, নারী নির্যাতন বিষয়ক গবেষণা, নির্বাচন পূর্ব প্রার্থীদের সঙ্গে সংলাপ, আর কনসেশন দিয়ে বা নিয়ে অধিকার প্রতিষ্ঠা হয় না। প্রকৃত সামগ্রিক উন্নয়ন ছাড়া কোনো বিক্ষিপ্ত উদ্যোগে পূর্ণতা আসে না। দরকার হলিস্টিক অ্যাপ্রোচ। এতে কন্যা-শিশু, কিশোরী, মহিলা, বৃদ্ধা ইত্যাদি নারীদের জন্য ভাগে ভাগে উন্নয়ন-কার্যক্রম ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসিকেই এগিয়ে দেয়। আমাদের বাংলাদেশে নারী ক্ষমতায়ন-উন্নয়ন নিয়ে বহু উদ্যোগ ও কার্যক্রম চলছে। বিভিন্ন সরকারি ও অনেক বেসরকারি সংস্থা তন্মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্র, নগ্ন- পদ ডাক্তার, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, গাড়ি ড্রাইভিং, প্রহরীসহ বিভিন্ন সাহসী উদ্ভাবনী ও সফল উদ্যোগ কার্যকর করেছে-চালু রয়েছে। নারীপক্ষও শরীর আমার- সিদ্ধান্ত আমার, নিরাপদ চলাচল, সমান অধিকার, নারী নির্যাতন বিষয়ক গবেষণা, নির্বাচন পূর্ব প্রার্থীদের সঙ্গে সংলাপ, সহিংসতা বন্ধে আইন ও নীতিমালা ইত্যাদি অধিকার নিয়ে কাজ করে। রাষ্ট্রীয়ভাবেও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় স্থাপন করা হয়েছে। অর্জিত অভিজ্ঞতাকে একত্রিত করে কীভাবে কোথা থেকে কাকে নিয়ে এ সংস্কার কাজ দলিলি করা যায় তা নিয়েই কিছু লেখা।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিকভাবে ৬টি বিষয়ে সংস্কার কাজে হাত দিয়েছেন। আরও ৪টি সংস্কাকারের মধ্যে অধিকার সংগঠক শিরীন হককে প্রধান করে নারীবিষয়ক কমিশন অন্যতম। নারীকে মানুষ ভাবার মন সংস্কার করতে হবে। প্রতিরোধক ব্যবস্থাই প্রতিষেধক ব্যবস্থা থেকে উত্তম।

'মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নামটি মধুর ত্রিভুবনে নাই।' সৃষ্টিকর্তার মহান ও শ্রেষ্ঠ অবদান 'মা'। একমাত্র নারীদেরই আল্লাহ প্রজনন ক্ষমতা দিয়েছেন। মা থেকেই পৃথিবীতে আপনি আমি তথা সকল নারী-পুরুষের আগমন। আল্লাহ মাকেই তার পরে সম্মানের স্থান নির্দিষ্ট করে দিয়েছেন। এক সাহাবি আল্লাহর পরে কাকে স্থান দিতে হবে রাসুল্লুল্লাহ (স.)-এর কাছে জানতে চাইলে, তিনি তিনবার মায়ের কথা বলেছেন। এরপর চতুর্থবারও জানতে চাইলে বলেছেন, মা ও বাবা। কাজেই মাকে কেন্দ্র করেই সব ক্রিয়া-প্রক্রিয়া সংস্কার করতে হবে। উন্নয়ন-অধিকার মায়ের গর্ভাবস্থা (তলরেখা'- বটম লাইনিং) থেকেই ধরতে বা শুরু করতে হবে। মা-ই নার্স, ডাক্তার, শিক্ষক, হিসাববিদ, অর্থনীতিবিদ, কি না। শিশু, কন্যা, কিশোরী, যুবতী, মহিলা, নারী, বৃদ্ধা যে শ্রেণিকেই চিহ্নিত বা টার্গেট করি না কেন মাকে কেন্দ্র করলেই প্রকৃতিগত ও স্বয়ংক্রিয়ভাবেই এগিয়ে চলবে। তাহলেই বিভাজন ও বৈষম্যের উৎপত্তি বন্ধ হবে। কন্যা বা পুত্রসন্তান যাই হোক, কোনো শিশু ধনী বা গরিব হয়ে জন্মায় না। দুনিয়াবী মিথ্যা সিস্টেমেই তার রূপান্তর ঘটে আল্লাহর তরফ থেকে পবিত্র কোরআন মাজিদে সুরা • বনি ইসরাইল পারা ১৫ আয়াত ২৪-এ আছে, দুঃখ কষ্ট বা কোনো কারণে মা-বাবা যেন 'উফ্' শব্দ না করে সে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ব মা দিবস ২০০৫ সালে এনজিও ডর্প প্রথম গরিব মায়েদের জন্য 'মাতৃত্বকালীন ভাতা' স্বল্প পরিসরে চালু করে। খালেদা জিয়া সরকারের আমলে ডেপুটি স্পিকার মো. আখতার হামিদ সিদ্দিকী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২০০৭-২০০৮ অর্থবছরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারপ্রধান ড. ফখরুদ্দিন আহমেদ ৭টি শর্তযুক্ত মাতৃত্বকালীন ভাতা সরকারিভাবে বাজেটে অন্তর্ভুক্ত করে চালু করেন। পরবর্তীতে শেখ হাসিনা সরকার বিস্তৃত আকারে সারা দেশ-গ্রামে এর ধারাবাহিকতা রাখেন।

৩ বছরমেয়াদি মাসিক ৮০০ টাকা মাতৃত্বভাতা প্রাপ্তি শেষে এই শিশুদের ভবিষ্যৎ কি হবে! এই প্রশ্নের উত্তরে Social Assistance Program for Non Asseters- SAPNA-'স্বপ্ন প্যাকেজ' ভাবনা উদ্ভাবন হয়। মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত মা-বাবা-শিশুকেন্দ্রিক ৫ ভিত্তি সংবলিত: ১. স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্ড ২. শিক্ষা ও বিনোদন কার্ড ৩. স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন পানিসহ একটি আবাসন ৪. জীবিকায়ন- কর্মসংস্থান সরঞ্জাম এবং ৫. সঞ্চয় ও পরিবেশ প্লাস নিয়ে স্বপ্ন প্যাকেজ গঠিত।

স্পেনের রানী সোফিয়ার পৃষ্টপোষকতায় ২০০৯- ২০১২ অর্থবছরে স্পেনিস আন্তর্জাতিক উন্নয়ন সাহায্য সংস্থা এইসিআইডির অর্থায়নে ছয় উপজেলায় ডর্প দেশে প্রথম স্বপ্ন প্যাকেজ কর্মসূচি বাস্তবায়ন করে। এর সফলতা দৃশ্যমানে সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০১৪-২০১৬ অর্থবছরে ১০ উপজেলায় পাইলট প্রকল্প পরিচালনা করে। প্রকল্পের অন্যতম মূল্যায়ন পরিশেষে বলা হয় '... এটি একটি সফল কর্মসূচি-ব্যাপক ইতিবাচক সাড়া জাগিয়েছে। 'স্বপ্ন প্যাকেজ' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়নের একটি রোল মডেল।'

১৮ বছরের আগে বিয়ে নয়, ২০ বছরের আগে সন্তান নয়- শর্ত ফলশ্রুতিতে বিবাহ নিবন্ধন, জন্ম নিবন্ধন, জন্ম নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ, মাতৃ দুধ পান, পুষ্টি খাদ্য গ্রহণ, বিশ্রাম, শ্বশুর-শাশুড়ি সমাজে মর্যাদা বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ অন্যতম। এ ছাড়া সব শিশুরা স্কুলে যায়, ঝরে পড়ে না, বিবাহবিচ্ছেদ নাই, নির্যাতন নাই, প্রতিবন্ধী জন্ম হয় না, জেন্ডার সচেতনতা, স্বপ্ন প্যাকেজ বিনিয়োগ হস্তান্তরের অন্যতম সুফল। এতে একটি টেকসই স্বনির্ভর পরিবার তথা মাটি মানুষ মালিকানায় পরিপূর্ণতা পাবে।

রাজনীতিবিদ, সামাজবিদ, অর্থনীতিবিদ, হিসাববিদ, স্বাস্থ্যবিদ, শিক্ষাবিদ, কৃষিবিদসহ সব শ্রেণি-পেশার অন্যতম ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, 'মায়ের জন্য বিনিয়োগ যে বিনিয়োগের কোনো লোকসান নাই'। ড. হোসেন জিল্লুর রহমান 'ফাস্ট মাদার কার্যক্রম' বলে অভিহিত করেছেন। দৈনিক ইত্তেফাক, সম্পাদক, তাসমীমা হোসেন লেখেন, 'ডর্প'র স্বপ্ন মা প্রক্রিয়ার সাথে যুক্ত থেকে আমি সমৃদ্ধ হলাম'। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভালো উদ্যোগ, নিয়মিত মনিটরিং করতে হবে। ভারতের গান্ধীজী প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের সভাপতি ড. শঙ্কর কুমার সান্যাল নোয়াখালীর চাটখিলে 'স্বপ্ন মা সংসদ' বৈঠকে তার দলসহ যোগদান শেষে ঢাকা এসে লিখেছেন, 'স্বপ্ন মা দেখে অভিভূত। এই কর্মসূচি একটা প্রশংসনীয় উদ্যোগ শুধু নয় এটা আদর্শ চিন্তাভাবনা যা মহাত্মা গান্ধীর আদর্শর অনুরূপ'। কানাডার টরেন্টোর ওমবাডসম্যান ফিউনা জিন লিখেছেন 'পাবলিক পুণ্ডর প্রাইভেট পার্টনারশিপ, মে বি মডেল ফর এলসহযার ইন দি ওয়ার্ল্ড'। আমেরিকা ভিত্তিক সংগঠন ওয়ার্ল্ড কনষ্টিটিউট আন্ড পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিপিএ) প্রেসিডেন্ট ড. গ্রেন টি মার্টিন গাজীপুরের কালীগঞ্জ স্বপ্ন মা পরিদর্শন শেষে লেখেন,... ইট ইজ এ ওয়ান্ডারফুল ডেভেলপমেন্ট মডেল, অ্যান্ড আই এম হোপিং দি প্রভিশনাল ওয়ার্ল্ড পার্লামেন্ট এডপ্টস সাছ মডেল এজ পার্ট অব ইটস গ্লোবাল এমপাওয়ারমেন্ট প্ল্যান'। এভাবে দেশ-বিদেশের বিভিন্ন দৃষ্টিকোণের শত শত মানুষ এর বিভিন্ন উপযোগিতার কথা তুলে ধরেছেন। জর্ডানে ২০১৭ সালে ১৫তম ইন্টারন্যাশনাল ইলেকট্রোরাল অ্যাফেয়ার্স সিম্পোজিয়ামে মা-সংসদকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন তৈরি করেছেন। গ্রাম ইউনিয়নে মা সংসদ অনুশীলনকারী ডর্প, জার্মানভিত্তিক গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ প্রদত্ত 'ওয়াটার চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড-২০২০' লাভ করেন।এ ওয়ান্ডারফুল ডেভেলপমেন্ট মডেল, অ্যান্ড আই এম হোপিং দি প্রভিশনাল ওয়ার্ল্ড পার্লামেন্ট এডপ্টস সাছ মডেল এজ পার্ট অব ইটস গ্লোবাল এমপাওয়ারমেন্ট প্ল্যান'। এভাবে দেশ-বিদেশের বিভিন্ন দৃষ্টিকোণের শত শত মানুষ এর বিভিন্ন উপযোগিতার কথা তুলে ধরেছেন। জর্ডানে ২০১৭ সালে ১৫তম ইন্টারন্যাশনাল ইলেকট্রোরাল অ্যাফেয়ার্স সিম্পোজিয়ামে মা-সংসদকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন তৈরি করেছেন। গ্রাম ইউনিয়নে মা সংসদ অনুশীলনকারী ডর্প, জার্মানভিত্তিক গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ প্রদত্ত 'ওয়াটার চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড-২০২০' লাভ করেন।

স্বপ্ন মায়েরা কি বলেন: দেশজ, কমব্যায়ী,স্বয়ংক্রিয় মোট ১৭০০ স্বপ্ন মায়ের মধ্যে: গাজীপুর কালীগঞ্জের স্বপ্ন মা ইতি আক্তার, 'এত দিন পর্যন্ত জানতাম মেয়েকে শুধুমাত্র মা বাবাই সম্পদ দেন। মা বাবা ছাড়া সরকার যে সম্পদ দিতে পারে এটা এই জীবনে প্রথম দেখলাম'। মৌলভীবাজার শ্রীমঙ্গলের সন্ধ্যা রবিদাস, বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধে সোচ্চার। বলেন, "ছোট পরিবারই সুখী পরিবার।' লক্ষ্মীপুর সদরের রেখা আক্তার বলেন, 'আল্লাহ আমাকে স্বপ্নে মিলাইছে।' নওগাঁর বদলগাছীর মেরিনা বেগম, 'আয়বৃদ্ধিমুখী কাজের প্রশিক্ষণ নিয়ে সংসারের আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হয়েছি।' ভোলার দৌলতখাঁর মিনারা বেগম বলেন, "স্বপ্ন প্যাকেজের উঠান বৈঠক ও প্রশিক্ষণে অংশগ্রহণ করে বাল্যবিবাহ যৌতুক ও নারী নির্যাতন আমাদের সমাজের জন্য বড় অভিশাপ তা বুঝতে পেরেছি।' নোয়াখালী চাটখিলের সাবিনা ইয়াসমিন বলেন, 'ইউনিয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে আমার চিন্তা চেতনার পরিবর্তন ঘটেছে। আয় উপার্জন বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে শিখতে পেরেছি।' লক্ষ্মীপুর কমলনগরের রাবেয়া বেগম বলেন, 'বাবা বিয়ের সময় কিছু দিতে পারে নাই বলে কত নির্যাতন সহ্য করতে হয়েছে। আজ স্বপ্ন প্যাকেজের মাধ্যমে যে জিনিসগুলো পেলাম তা গরিবের সংসারে কোনো বাবা মেয়েকে দেয় না'।

প্রস্তাব: দারিদ্র্য বিমোচনে মৌলিক চাহিদা পূরণে ২০ বছর এক প্রজন্ম মেয়াদে এক কোটি মাকে টার্গেট করে মা প্রতি দুই লাখ টাকা বাজেট রেখে 'স্বপ্ন প্যাকেজ' মডেল সারা দেশে বাস্তবায়ন ঘটিয়ে বৈষম্যহীন বাংলাদেশের ভিত বিনির্মাণে এসডিজি 'একের ভিতর সতের' বাস্তবায়ন আজকের চাওয়া। কেননা গরিবী ও শান্তি একসাথে হাঁটতে পারে না। 'মা-সংসদ' গঠন প্রক্রিয়াসহ পাবলিক (সরকার) পুওর (মা) প্রাইভেট (বে-সরকারি সংস্থা) পার্টনারশিপ (পিপিপিপি) এ বিনিয়োগ চাই। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এসডিজির অন্যতম প্রণেতা। তিনিই 'দারিদ্র্য বিমোচন'-কে (এন্ডিং পোভার্টি) মূল ১৭টি এজেন্ডার ১নং এজেন্ডায় ভিত নির্ধারণ করেছেন।

নারীবিষয়ক কমিশনকে এসডিজি প্রাধান্যে 'স্বপ্ন প্যাকেজ' অন্তর্ভুক্তিতায় 'একের ভেতর সতের' সফল অনুশীলনকৃত ধারণাটি বিবেচনার জন্য খতিয়ে দেখার বিনীত অনুরোধ জানাচ্ছি। এক প্রজন্ম শেষে যাতে বলা যায়, বাংলাদেশে কেউ স্বাস্থ্যহীন, শিক্ষাহীন, ঘরহীন, কর্মসংস্থানহীন নাই এবং পরিবেশ ও সঞ্চয়ে বৈষম্যহীন দেশ গড়ার ভিত তৈরি হয়। প্রথম শিশু, প্রথম মা, প্রথম বাবা, নতুন বাংলাদেশ বিনির্মাণ চাই। আল্লাহ সহায় হোন। লেখক: প্রতিষ্ঠাতা ডর্প, উন্নয়ন ও মানবাধিকার সংগঠন। 

লেখকের অনুমতি নিয়ে প্রকাশ করা হলো -নড়াইলকণ্ঠ.কম