• 27 Apr, 2024

লোহাগড়ায় প্রতিপক্ষের অস্ত্রের কোপে বৃদ্ধ"র ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন, ঢাকায় প্রেরণ

লোহাগড়ায় প্রতিপক্ষের অস্ত্রের কোপে বৃদ্ধ"র ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন, ঢাকায় প্রেরণ

নড়াইলের লোহাগড়া উপজেলার হামারোল গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অস্ত্রের কোপে এক বৃদ্ধ'র ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘাত এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের হামারোল গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে কাশেম খাঁন সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের আজাদ মোল্যা সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ-সংঘাত চলে আসছিল।

এর জের ধরে রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে ওই গ্রামের মৃত রিজাউল খাঁনের ছেলে বাবুল খাঁন (৫৪) নড়াইল জেলা শহর কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাদা বাজার এলাকায় পৌঁছায়। এ সময় প্রতিপক্ষ আজাদ মোল্যা সমর্থিত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাবুলকে ধাওয়া করলে তিনি প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী আমাদা গ্রামের জামাল শেখের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এ সময় দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাবুল খাঁনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। অস্ত্রের কোপে বাবুলের ডান হাত এবং ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘাত এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।