‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
নড়াইলের লোহাগড়ায় কালবৈশাখীর তান্ডবে স্বর্বশান্ত এক পরিবার।
শনিবার ( ২৫ মার্চ ) বিকাল ৫টার দিকে নলদী ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত্যু ফুল মিয়ার ছেলে আল - আমিনের বসতভিটার। ঘর কালবৈশাখী ঝড়ে দুমড়ে মুছড়ে দেয়।
এলাকার সূত্রে জানা যায় , এখন আল আমিনের ঝড়ের আঘাতে একমাত্র মাথা গোজার ঘর ঝড়ে দুমড়েমুছড়ে দেয়ায় তাকে এখন আশ্রয় নিতে হচ্ছে খোলা আকাশের নিচে।
এঘটনাটি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি।
সূত্র মতে আরও জানা যায় , আল আমিন একজন সিজিনাল মধু সংগ্রকারি এবং মাঝে মধ্যে বাচ্চাদের খেলনা , বেলুন , ইত্যাদি হকারি করে সংসার চালাতেন । তার কোনো জমিজমা নেই।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।