সোমবার(১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়।র্যালি শেষে উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়।
দুপুরে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, সহ-সভাপতি সিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, যুগ্ম-সাধারণ সস্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, উপজেলা যুব লীগের সভাপতি ও সাবেক মেয়র মো. আশরাফুল আলম, সাধারণ সস্পাদক শিকদার নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
বিকালে লক্ষীপাশা চৌরাস্তায় বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।