• 01 May, 2024

কুসংস্কারমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দৃপ্ত প্রত্যয়ে নববর্ষ ও রূপান্তর দিবস পালিত

কুসংস্কারমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দৃপ্ত প্রত্যয়ে নববর্ষ ও রূপান্তর দিবস পালিত

আন্তঃপ্রজন্ম সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে অপশক্তিসমূহের সব ধরণের অপচেষ্টা রুখে দিয়ে কুসংস্কারমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দৃপ্ত প্রত্যয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর উদযাপন করেছে বাঙালির সার্বজনীন উৎসব নববর্ষ এবং রূপান্তর দিবস। রূপান্তর আয়োজিত আলোচনা সভায় বক্তারা বাঙালির সব ধরণের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান।

গতকাল রোববার পয়লা বৈশাখের সকাল সাড়ে সাতটা থেকে বাংলা নববর্ষ ও রূপান্তর-এর জন্মদিন উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপান্তর এবং নববর্ষ উদযাপন পর্ষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল রূপান্তর-এর জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, রূপান্তর থিয়েটার কর্মী এবং শিশুদের সমন্বয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নববর্ষের দেয়ালিকা “খেরোখাতা” উন্মোচন এবং জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ণিল অংশগ্রহণ এবং আপ্যায়ন।
 
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তর-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। আলোচনায় অংশ নেন খুলনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনা রাজিব আহমেদ, এবং বর্ষবরণ অনুষ্ঠানের আহ্বায়ক কার্ত্তিক চন্দ্র রায়। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পয়লা বৈশাখ উদযাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক আকতারুন্নেছা নিশা।