• 12 Sep, 2024

কনকনে ঠান্ডায় নড়াইলে জনজীবন বিপর্যস্ত

কনকনে ঠান্ডায় নড়াইলে জনজীবন বিপর্যস্ত

পৌষের শেষে এসে নড়াইলে কনকনে শীত জেঁকে বসেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড শীতের সাথে ঘন কুয়াশার কারণে গত ২ দিন সূর্যের দেখা মেলেনি।

এতে খেটে খাওয়া দিন মজুররা পড়েছেন চরম বিপাকে। শ্রমজীবিদের পেটের দায়ে যথারীতি কাজে বের হতে হচ্ছে। শীতের তীব্রতা কমাতে মানুষ আগুন জালিয়ে শরীরের ঠান্ডা কমাতে চেষ্টা করছে।

এদিকে, শিশু ও বৃদ্ধারা হঠাৎ শীতের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছে। এতে সর্দি-কাশি ও ঠান্ডা আক্রান্ত হচ্ছেন। স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

শীতের কারণে চলতি বোরো মৌসুমে আবাদে কিছুটা বিঘ্ন সৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে সে প্রভাব কেটে যাবে বলে জানিয়েছেন কৃষিবিদরা।