• 04 Jun, 2023

কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে

কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে

নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।

আগামী ২রা জুন ২০২৩ তারিখে প্রবীণ এই কমিউনিস্ট ৮০ বছরে পা দিবেন ।

মৃত্যু কালে এক পুত্র অনিকেত আচার্য, এক কন্যা মৌগান্ধা আচার্য, ভ্রাতা রেবতী আচার্য সহ অসংখ্য গুনগ্রাহী ও ভক্তবৃন্দদের রেখে মৃত্যুবরণ করেছেন ।