• 20 Apr, 2024

কালনা-নড়াইল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন মাশরাফী

কালনা-নড়াইল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন মাশরাফী

স্টাফ রিপোর্টার ॥ কালনা-নড়াইল-ভাঙ্গুড়া (পিএমপি মেজর) পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(১৮ অক্টোবরদুপুরে লোহাগড়ার মোল্যার মাঠে ভার্চয়ালিযুক্ত হয়ে একাজের উদ্বোধন করেন নড়াইল- আসনের এমপি  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মানসম্মত টেকসই রাস্তা উন্নয়ন যাতে হয় সে ব্যাপারে খেয়াল রাখার অনুরোধ করেন এবং রাস্তাটি দ্রুত বাস্তবায়ন হলে এলাকার মানুষের চলাচলের দূর্ভোগ লাঘব হবে। এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্যকালনা হতে নড়াইল হয়ে ভাঙ্গুড়া পর্যন্ত প্রায় ২৯ কি:মিএই রাস্তার ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৪৮ লক্ষ ৮৪ হাজার ৬৯৭ টাকা। কার্যাদেশ অনুযায়ি কাজটি শেষ হবে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। নড়াইল সড়ক বিভাগের অধিনে  রাস্তাটির ঠিকাদারী প্রতিষ্ঠান হিসাবে রয়েছে মেসার্স ইডেন প্রাইজ।
image-49.jpeg

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেননড়াইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামানএমপি মাশরাফী বিন মোর্ত্তজার পিতা  জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য গোলাম মোর্ত্তজা স্বপনলোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিউর রহমানলোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিনসিনিয়র সহ-সভাপতি  সাবেক নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান ফয়জুল হক রোমঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইডেন প্রাইজের স্বত্বাধিকারী রেজাউল আলম।
image-49.jpeg

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিপুর ইউপি চেয়ারম্যানইতনা ইউপি চেয়ারম্যানস্থানীয় আওয়ামীগ নেতৃবৃন্দবিশিষ্ট ঠিকাদার জাহাঙ্গীর কবির সহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগলীগ নেতা ফরহাদ হোসেন।