মঙ্গলবার(১৮ অক্টোবর) দুপুরে লোহাগড়ার মোল্যার মাঠে ভার্চয়ালিযুক্ত হয়ে একাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মানসম্মত টেকসই রাস্তা উন্নয়ন যাতে হয় সে ব্যাপারে খেয়াল রাখার অনুরোধ করেন এবং রাস্তাটি দ্রুত বাস্তবায়ন হলে এলাকার মানুষের চলাচলের দূর্ভোগ লাঘব হবে।’ এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, কালনা হতে নড়াইল হয়ে ভাঙ্গুড়া পর্যন্ত প্রায় ২৯ কি:মি: এই রাস্তার ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৪৮ লক্ষ ৮৪ হাজার ৬৯৭ টাকা। কার্যাদেশ অনুযায়ি কাজটি শেষ হবে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। নড়াইল সড়ক বিভাগের অধিনে এ রাস্তাটির ঠিকাদারী প্রতিষ্ঠান হিসাবে রয়েছে মেসার্স ইডেন প্রাইজ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, এমপি মাশরাফী বিন মোর্ত্তজার পিতা ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য গোলাম মোর্ত্তজা স্বপন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান ফয়জুল হক রোম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইডেন প্রাইজের স্বত্বাধিকারী রেজাউল আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিপুর ইউপি চেয়ারম্যান, ইতনা ইউপি চেয়ারম্যান, স্থানীয় আওয়ামীগ নেতৃবৃন্দ, বিশিষ্ট ঠিকাদার জাহাঙ্গীর কবির সহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগলীগ নেতা ফরহাদ হোসেন।