এছাড়াও কালিয়া পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে শেখ সেলিম হোসেন সভাপতি, সেলিম রেজা ইউসুফ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আশিকুর রহমান রুবেল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) সম্মেলনে কালিয়া উপজেলার ৫৬৮ জন এর মধ্যে ৫৫০ জন ও পৌর বিএনপির ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকালে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মঞ্চে ফলাফল ঘোষনা করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টায় কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে দুপুর আড়াইটা পর্যন্তু।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু,জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলী হাসান,যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার এযাযুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ প্রমুখ।
উল্লেখ্য সভাপতি পদে সরদার আনোয়ার হোসেন চেয়ার প্রতিক নিয়ে ৪০৭ ভোট পেয়ে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিয়ার রহমান গাউস ১৩২ ভোট পেয়ে পরাজিত হন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে সম ওয়াহিদুজ্জামান মিলু আনারস প্রতিক নিয়ে ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া মিঠু ছাতা প্রতিক ২০৭ এবং ফুটবল প্রতিকের প্রার্থী মোল্লা রেজাউল করিম ৫০ ভোট পেয়ে পরাজিত হন।
এছাড়াও টিউবওয়েল প্রত্যেকের প্রার্থী গোলাম রাব্বানী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এদিকে কালিয়া পৌর বিএনপি সভাপতি পদে শেখ সেলিম চেয়ার প্রতীক নিয়ে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম রবি পেয়েছেন ১৪৬ ভোট এবং দোয়াত কলম পথিকের প্রার্থী মনিরুল ইসলাম ৫৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
পৌর সাধারণ সম্পাদক হিসেবে আনারস প্রতিকের সেলিম রেজা ইউসুফ ২৪৯ ভোল্ট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল পথিকের শেখ শাহাবুদ্দিন পেয়েছেন ১৮৯ ভোট।
পৌর সাংগঠনিক সম্পাদক পদে আশিকুর রহমান রুবেল নির্বাচিত হয়েছেন।