ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজান, সম্পাদক নাসিম
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নড়াইলে জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কালিয়া পৌরসভার সামনে প্রতিপক্ষের হামলায় সাধারণ ১নং ওয়ার্ডের (কালিয়া উপজেলা) সদস্য প্রার্থী শাহীন সাজ্জাদের প্রাইভেট কারসহ দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
নড়াইলে জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কালিয়া পৌরসভার সামনে প্রতিপক্ষের হামলায় সাধারণ ১নং ওয়ার্ডের (কালিয়া উপজেলা) সদস্য প্রার্থী শাহীন সাজ্জাদের প্রাইভেট কারসহ দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে জেলা পরিষদের সদস্য প্রার্থী খান শাহিন সাজ্জাদ ও তার কয়েক সমর্থক সালামাবাদ ইউনিয়নে নির্বাচনী কাজ শেষে কালিয়া পৌরসভার সামনে অবস্থান করছিল। নির্বাচনে ভোটারদের টাকা দিচ্ছেন এমন গুজব শুনে অপর সদস্য প্রার্থী খান রবিউল ইসলামের সর্মথকরা তাদের ওপর হামলা করে শাহিন সাজ্জাদ ও সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আহমেদের দুটি প্রাইভেট কার ভাঙচুর করে। এ সময় ঠেকাতে গেলে প্রার্থী শাহিন সাজ্জাদের গাড়ির চালক জামাল হোসেন আহত হন।
সদস্য প্রার্থী খান শাহিন সাজ্জাদ অভিযোগ করে জানান, পরিকল্পিতভাবে রবিউল ইসলামের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
তবে খান রবিউল ইসলাম বলেছেন, কারা হামলা করেছে আমি জানি না। আমার জয় সুনিশ্চিত জেনেই প্রতিপক্ষই পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ তাসমিম আলম হামলার ঘটনা স্বীকার করে বলেন, ঘটনার সময় বিদ্যুৎ ছিল না। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ১নং ওয়ার্ডে (কালিয়া উপজেলা) মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নড়াইলে দুই আসনে ১৬ এমপি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর কাছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনীর তিনটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তারের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা।