• 12 Oct, 2024

জাতীয় পার্টির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নড়াইলে স্মারকলিপি প্রদান

জাতীয় পার্টির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নড়াইলে স্মারকলিপি প্রদান

জাতীয় পার্টির চেয়ারম্যানসহ শীর্ষ নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে নড়াইল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়েটার দিকে নড়াইল জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খন্দকার ফিরোজ ও সাধারণ সম্পাদক সিকদার হাদিউজ্জামানের নেতৃত্বে  জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নিকট এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবী সমূহ মেনে নেওয়ার জন্য মহান জাতীয় সংসদে দাবী উপস্থাপন করে বক্তব্য রাখেন। পরবর্তিতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ছাত্রদেরকে মুক্তিসেনা হিসেবে উল্লেখ করে। এছাড়া জাতীয় পার্টি রংপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উক্ত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। বিগত সরকারের রোষানলে পড়ে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে বিগত সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে।

উপর্যুক্ত অবস্থায় জাতীয় পার্টি ছাত্র জনতার আন্দোলনে বিজয় অর্জন হলে ছাত্র- জনতাকে অভিনন্দন জানায়। আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি উক্ত আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সহধর্মীনি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার দাবী করছি।

স্মারকলিপি প্রদান শেষে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আদালত সড়ক প্রদক্ষিণ শেষে চিত্রা সেতুর নিচে গিয়ে শেষ হয়।