এখন শিশুরাও খুলতে পারবে মোবাইল ব্যাংক হিসাব
দেশের মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের ১৪ থেকে ১৮ বছর বয়সের কিশোর-কিশোরীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া মোবাইল ব্যাংক হিসাব খুলতে পারবেন।
ঝিনাইদহ প্রতিনিধি : বিশ্বখ্যাত জাপানী প্রতিষ্ঠান মারুবেনী কর্পোরেশন ও বাংলাদেশ ডরিন পাওয়ারের মধ্যে ৬০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট চুক্তিস্বাক্ষর সম্পন্ন হয়েছে।
জাপান সফরকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও ডরিন পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর তাহজীব আলম সিদ্দিকী সমি। এ সময় আরো উপস্থিত ছিলেন জাপান ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ।
সংসদ সদস্য সমির একান্ত সচিব রোকনুজ্জামান রিপন জানান, এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাপানের অবস্থান করছেন। তিনি আগামী ৪ মে দেশে ফিরবেন। তিনি আরোও বলেন, এই বিদ্যুৎচুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়নে আরো একধাপ এগিয়ে যাবে। শুধু ঝিনাইদহ নয়, এটি বাংলাদেশের গর্ব। তার এই সাফল্যে ঝিনাইদহের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
দেশের মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের ১৪ থেকে ১৮ বছর বয়সের কিশোর-কিশোরীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া মোবাইল ব্যাংক হিসাব খুলতে পারবেন।
বাজারে এসেই আলোচনায় আইফোন ১৫। আলোচনা সমালোচনায় মুখর প্রযুক্তি বিশ্ব। ব্যবহারকারীদের অভিযোগ আইফোন ১৫ কিছু সময় সময় ব্যবহার করলেই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে।
বিশ্বের জনপ্রিয় চশমা প্রস্ততকারী প্রতিষ্ঠান রেবনের সঙ্গে যৌথভাবে ‘রেবন স্টরিজ’ নামে স্মার্ট চশমা বাজারে এনেছিল সামাজিক মাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। এবার নতুন আরেকটি স্মার্ট চশমা এনেছে মার্কিন প্রযুক্তির জায়ান্ট কোম্পানিটি। যার নাম ‘রেবন মেটা স্মার্ট গ্লাস’। নতুন প্রজন্মের এই চশমার আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো—ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ লাইভস্ট্রিমিং।