টিকিট ছাড়া ট্রেনে ওঠা যাত্রীর কাল হলো সিগারেট
টিকিট ছাড়াই উঠেছেন ট্রেনে। উদ্দেশ্য ছিল বিনা অর্থে চলে যাবেন গন্তব্যে। তবে টিকিট ছাড়া ধরা পড়লে দিতে হবে জরিমানা। সেই ভয়ে শৌচাগারের ভেতর লুকিয়েছিলেন। কিন্তু ট্রেনের ভেতর সিগারেট জ্বালানোর মতো ছোট ভুলে সব পরিকল্পনা পণ্ড হয়ে যায় তার। সঙ্গে পড়ে যান মহাবিপদে।