ইউক্রেনে রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে নিহত ৩৫
ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর সুমিতে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৫ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১১৭ জন। আজ সোমবার সকালে সুমিতে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেনে অভিযানরত রুশ সেনা বাহিনী।নিহত ও আহতদের মধ্যে সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যদের পাশাপাশি বেশ কয়েক জন বেসামরিকও আছেন। সুমির আইন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।